দেশে করোনাভাইরাসে ৫ মৃত্যু, শনাক্ত ৬১৪

দেশে করোনাভাইরাসে ৫ মৃত্যু, শনাক্ত ৬১৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ১৬ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৬১৪ জন।

গত পাঁচ সপ্তাহের মধ্যে দৈনিক রোগী শনাক্ত সংখ্যার সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২৫ জানুয়ারি একদিনে ৬০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদমাধ্যমে জানানো হয়, গত এক দিনে মারা যাওয়া ৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৪২৮ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন হয়েছে।

 গত ২৪ ঘণ্টায় আরও ৯৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন হয়েছে।

 দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।