দেশের নদীগুলোর দখল-দুষণ প্রতিরোধ ও নাব্যতা স্বাভাবিক রাখার দাবিতে মানববন্ধন

দেশের নদীগুলোর দখল-দুষণ প্রতিরোধ ও নাব্যতা স্বাভাবিক রাখার দাবিতে মানববন্ধন


জাতীয় নদী রক্ষা কমিশনকে নির্বাহী ক্ষমতা প্রদান করে দেশের নদীগুলোর দখল-দুষণ প্রতিরোধ এবং নাব্যতা স্বাভাবিক রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে নদী দিবস উদযাপন পর্যদের উদ্যোগে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক এবং বিশ্ব নদী দিবস উদযাপন পর্ষদের স্থানীয় আহ্বায়ক রনজিৎ দত্ত্বের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক জাহাঙ্গীর কবির, আনোয়ার জাহিদ, পরিবেশ সংগঠক রফিকুল আলম, শুভংকর চক্রবর্তী, লিংকন বায়েন ও ফিরোজ আহমেদ।

বক্তারা উচ্চাদালতের রায় বাস্তবায়ন করে দেশের সকল নদী দখল ও দুষণ মুক্ত করে নাব্যতা স্বাভাবিক রাখতে জাতীয় নদী রক্ষা কমিশনকে নির্বাহী ক্ষমতা প্রদানের দাবি জানান। 

এদিকে মানববন্ধন শেষে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে বরিশাল নদী বন্দরে সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধানের তোলা দেশের ১০০ নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন জেলা প্রশাসকসহ অতিথিরা। ইকরি-মিকরি নামে একটি সংগঠন কাকলী প্রধানের তোলা বিপন্ন ১০০ নদীর উন্মুক্ত ছবি দিয়ে বরিশাল, চাঁদপুর, নারায়নগঞ্জ ও ঢাকা নদী বন্দরে ৭দিনব্যাপী এই আলোচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
##