বরিশালে পর্যটনের অপার সম্ভাবনা,: জেলা প্রশাসক

বরিশালে পর্যটনের অপার সম্ভাবনা,: জেলা প্রশাসক


বরিশালে পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও যোগাযোগ ব্যবস্থা আর পর্যাপ্ত অবকাঠামো সুবিধা না থাকায় আগ্রহ হারিয়ে ফেলছেন পর্যটকরা। অপার সাম্ভাবনা ‘শাপলার বিল, পেয়ারা বাগান, ভাসমান বাজার, ঐতিহাসিক দুর্গাসাগরসহ পর্যটন এলাকার যোগাযোগ এবং অবকাঠামো সুবিধা না থাকায় এই শিল্পের প্রতি আগ্রহ হারাচ্ছে পর্যটকরা। বিশ^ পর্যটন দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

 রোববার সকালে পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে বিশ^ পর্যটন দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন বরিশালের আয়োজন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।


অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুদা, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঈন, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 


সভায় বক্তারা বলেন, পদ্মা সেতু, পায়রা বন্দর, রেললাইন এবং ফোরলেন ঘিরে এ অঞ্চলে ব্যাপক সম্ভাবনা রয়েছে পর্যটনের। জেলার বিভিন্ন পর্যটন সম্ভাবনাময় স্থানগুলোতে পর্যটক আকৃষ্ট করার জন্য অবকাঠামো সুবিধা যথেষ্ট নয়। সরকারের সকল দপ্তরের সহযোগিতায় পর্যটকদের জন্য অবকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া উচিত। 

সভায় জেলা প্রশাসক বলেন, সাতলার শাপলার বিলে যাওয়ার সড়ক খানাখন্দে ভরা এবং প্রশস্ত নয়। শিঘ্রই এই সড়কটির উন্নয়ন ও সম্প্রসারণ কাজ হাতে নেয়ার প্রতিশ্রুতি দেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী। সেখানে থাকা পানি উন্নয়ন বোর্ডের একটি বিশ্রামাগার সংস্কার করে পর্যটকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক। 

সভা থেকে সাতলার বিলের পর্যটকদের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে পাবলিক-প্রাইভেট পার্টনারশীপের মাধ্যমে একাধিক ভ্রাম্যমান টয়লেটের ব্যবস্থা করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ঐতিহাসিক দুর্গাসাগর পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করতে পর্যটন কর্পোরেশনের বরাদ্দ দেয়া ১৬ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের কাজ আগামী মাসে শুরু হবে বলে সভায় জানান জেলা প্রশাসক। পর্যটকদের বিশ্রামের জন্য দুর্গাসাগর তীরে ইতিমধ্যে জেলা পরিষদের একটি বিশ্রামাগার নির্মাণ কাজ শেষ হয়েছে।

সভার শেষ পর্যায়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।