দোলপূর্ণিমা মঙ্গলবার

দোলপূর্ণিমা মঙ্গলবার

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা মঙ্গলবার। এই দিনটিতে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন। দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীর সঙ্গে রঙ খেলায় যোগ দিয়েছিলেন। সেই ঘটনা থেকে দোল খেলার উৎপত্তি।

দোলযাত্রার দিন সকালে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নান করানো হয়। তাদের দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তরা আবির ও গুলাল নিয়ে রঙ খেলায় যোগ দেন।

দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমাও বলা হয়। সব ধর্ম-বর্ণের মানুষ দোলযাত্রা মেলায় অংশ নিয়ে থাকেন। বাংলাদেশের সব মত-পথের হিন্দুরা দোল উৎসব পালন করেন। ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, উড়িষ্যা প্রভৃতি স্থানে এটি দোল উৎসব এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে ‘হোলি’ নামে পরিচিত। একে বসন্ত উৎসবও বলা হয় কোথাও কোথাও।

দোলযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রায় বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠানমালায় আছে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ প্রভৃতি। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল জানিয়েছেন, দোল উৎসবের অনুষ্ঠানমালায় সকাল ৮টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পূজা, আবির খেলা ও কীর্তন অনুষ্ঠিত হবে। দুপুরে প্রসাদ বিতরণ করা হবে।