দৌলতখানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

দৌলতখানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

দৌলতখানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১১ ঘটিকায় উপজেলার সুকদেব মদনমোহন মাধ্যমিক বিদ্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন। এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিয়ে সহ নানাবিধ সামাজিক অপরাধ রোদে শিক্ষাার্থীদের করনীয় সম্পর্কে অবহিত করেন।এছাড়াও  তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসার আহ্বান জানান। 

সমাজ থেকে বাল্যবিবাহ মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ ,সাম্প্রদায়িক সহিংসতা নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।এসময়  স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ সভায় উপস্থিত।