দ্বিতীয় ধাপে বরিশালের দুই পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিল

দ্বিতীয় ধাপে বরিশালের দুই পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিল

 
দ্বিতীয় ধাপে বরিশাল জেলায় দুটি পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। গতকাল ছিল ওই পৌরসভায় মনোনয়ন জমা দেয়ার শেষ দিন।

 বৃহস্পতিবার গৌরনদী ও মেহেন্দীগঞ্জ পৌরসভায় মনোনায়নপত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। 
 সকাল ১০ টা থেকে স্ব-স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনায়ন পত্র জমা দেন প্রার্থীরা। এ সময় পরিবেশ ছিল উৎসবমুখর পরিবেশ। বিকেল ৩টা পর্যন্ত গৌরনদী উপজেলায় মেয়র পদে ২টি মনোনায়ন পত্র দখিল করা হয়। একজন আওয়ামী লীগের মেয়র প্রার্থী হারিছুর রহমান এবং অপরজন বিএনপির শরীফ জহির সাজ্জাদ হান্নান।

অপরদিকে মেহেন্দিগঞ্জ উপজেলায়ও বিকেল ৪টা পর্যন্ত মেয়র পদে ৩টি মনোনায়ন পত্র জমা হয়েছে। এরা হলেন আওয়ামী লীগের কামাল উদ্দিন খান, বিএনপির জিয়াউদ্দিন সুজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কামাল উদ্দিন খোকন গাজী। 

আগামী ৩ জানুয়ারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই এবং ৩০ জানুয়ারী দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।