বরিশালে কৃষি উন্নয়নে ই- কৃষি প্রশিক্ষণের উদ্বোধন

বরিশালে কৃষি উন্নয়নে ই- কৃষি প্রশিক্ষণের উদ্বোধন

বরিশালে কৃষি উন্নয়নে ই. কৃষি শীর্ষক উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার বরিশালের এআইএস’র আইসিটিকক্ষে কৃষি তথ্য সার্ভিস (এআইএস) আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মো. তাওফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই ঝালকাঠির উপ-পরিচালক মো. ফজলুল হক। 

কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, বরিশাল সদরের আইসিটি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার চৌধুরী মোহাম্মদ শওকত হোসাইন প্রমুখ। 
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শেখার  কোনো বিকল্প নেই। এজন্য কাজের দক্ষতা বাড়াতে হবে। সেই সাথে সকব কিছু সহজীকরণ করতে হবে। এ জন্য কম্পিউটার জানা জরুরী। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। সে কারণে ই.কৃষি সম্পর্কে ধারণা থাকা দরকার। এসবের ব্যবহার সম্প্রসারিত হলে কৃষি আরো এগিয়ে যাবে। অনুষ্ঠানে বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন উপজেলার ৩০জন উপ-সহকারি কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।