বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পৃথক আলোচনা সভা

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পৃথক আলোচনা সভা

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের লক্ষ্যে পৃথক ৩টি আলোচনা সভা করেছে বিএনপি। এ উপলক্ষ্যে শনিবার বিকেলে বরিশাল প্রেসক্লাবের হলরুমে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহকারী সম্পাদক আনোয়ারুল হক তারিন, আহসান কবির হাসান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

এর আগে বিকেলে দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল ইসলাম লাবু, নুরুল আলম রাজুসহ অন্যান্যরা। 
এদিকে বেলা সাড়ে ১১টায় দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন কচি, সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম প্রিন্স, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ মন্নান মাস্টার, জেলা কৃষক দলের আহ্বায়ক মোহসীন আলম, সদস্য সচিব শফিউল আলম সফরুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এএইচএম তসলিম উদ্দিন এবং দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফারহানা বিথী।

বক্তারা বিপ্লব ও সংহতি দিবসের মন্ত্রে উজ্জীবীত হয়ে সকলকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।