ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে চান ফয়জুল করীম

ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে চান ফয়জুল করীম

সিটির নগর পিতা হলে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে চান ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। হাতপাখা প্রতীকের এ প্রার্থী আরও বলেছেন, তিনি বরিশাল নগরবাসীর অধিকার প্রতিষ্ঠার জন্য মেয়র পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোডে খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, আমার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের ডাক দিয়েছে। সে লক্ষ্যে আমরা রাজনৈতিক ও ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে বরিশালকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

অক্সফোর্ড মিশন রোড ছাড়াও কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড ও কাউনিয়া মোতাশার বাজার এলাকায় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মত বিনিময় করেন মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।