নরেন্দ্র মোদীর বরিশাল সফর অনিশ্চিত

নরেন্দ্র মোদীর বরিশাল সফর অনিশ্চিত

 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরিশাল সফর অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে এলে তিনি সনাতন ধমাবলম্বিদের তীর্থ স্থান হিসেবে পরিচিত বরিশালের উজিরপুর উপজেলার ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ (শ্রী শ্রী উগ্রতারা মন্দির) পরিদর্শন করতে পারেন বলে আভাস দিয়েছিলো পররাস্ট্র মন্ত্রনালয়।

এর প্রেক্ষিতে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা সহ ভারতীয় নিরাপত্তা বাহিনীর দুটি দল গত ২৬ ফেব্রুয়ারী বরিশাল এসে সম্ভাব্য সফরের নানা বিষয় প্রত্যক্ষ করে যান। বরিশাল আসলে তিনি সড়ক পথে আসবেন নাকি আকাশ পথে আসবেন, আসলে তার আবাসন, চিকিৎসা এবং নিরাপত্তা ব্যবস্থা সব কিছু পরখ করেন তারা।

সেইদিন থেকে মন্দিরটি পাহাড়া দিচ্ছে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী। তবে সফরের দিন যত ঘনিয়ে আসছে, সে অনুযায়ী দৃশ্যমান কোন প্রস্তুতি নেই স্থানীয় প্রশাসনের। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের কর্মকর্তারাও নরেন্দ্র মোদীর বরিশাল সফরের বিষয়ে তেমন একটা ওয়াকিবহাল নয়।

উজিরপুর থানার ওসি মাইনুল ইসলাম জানান, ভারতের প্রধানমন্ত্রী উজিরপুরের ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ (শ্রী শ্রী উগ্রতারা মন্দির) আসতে পারেন খবরের প্রেক্ষিতে ওই মন্দিরে সার্বক্ষনিক পুলিশ পাহাড়া বসানো হয়েছে। কিন্তু তার উজিরপুর সফরের কোন আপডেট তথ্য নেই তাদের কাছে। নেই কোন দৃশ্যমান প্রস্তুতিও। এ কারনে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলেও উজিরপুরের শ্রী শ্রী উগ্রতারা মন্দিরে নাও আসতে পারেন বলে ধারনা করছেন তিনি।

জেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, ভারতের প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কোন আপডেট তথ্য মন্ত্রনালয় থেকে জেলা প্রশাসনকে জানানো হয়নি। এর আগে পররাস্ট্র মন্ত্রনালয়ের খবরের প্রেক্ষিতে তারা কিছু প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু আপডেট তথ্য না থাকায় প্রস্তুতি বেশীদূর এগোয়নি। মন্ত্রনালয়ের হালনাগাদ নির্দেশনা না থাকায় নরেন্দ্র মোদী বরিশাল নাও আসতে পারেন বলে ধারনা করছে জেলা প্রশাসন।