নার্সিং ইন্সটিটিউট ও কলেজ ওনার্স এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটি গঠন ও দ্বিবার্ষিক সভা

বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইন্সটিটিউট ও কলেজ ওনার্স এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটি গঠন ও দ্বিবার্ষিক সভা রাজশাহী পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নার্সিং ইন্সটিটিউট ও কলেজের উদ্যোক্তাদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটির সভাপতি তাজউদ্দীন মিলন ও সেক্রেটারি হিসাবে মমতা নার্সিং ইন্সটিটিউটের মনিরুজ্জামান বাবুল নির্বাচিত হন।
মঙ্গলবার ১৯ এপ্রিল নগরীর পর্যটন মোটেল কনফারেন্স রুমে বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইন্সটিটিউট ও কলেজ ওনার্স এসোসিয়েশন এর দ্বিবার্ষিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইন্সটিটিউট ও কলেজে ওনার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইক গ্রুপের চেয়ারম্যান আবু হাসনাত মোহাম্মদ ইয়াহিয়া।
এবং কমিটির মহাসচিব জহিরুল ইসলাম। সভায় বগুড়া, পাবনা, জয়পুরহাট, নওগাঁ, চাপাইনওয়াবগঞ্জ ও রাজশাহীর নার্সিং কলেজ ও ইন্সটিটিউটের উদ্েেযাক্তাদের সম্মিলন ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান শেষে নতুন কমিটির বিভাগীয় সভাপতি হন মিতু নার্সিং কলেজের চেয়ারম্যান তাজউদ্দীন এবং বিনাপ্রতিদ্বন্দিতা বিভাগীয় সেক্রেটারি হন মমতা নার্সিং ইন্সটিটিউটের উদ্যোক্তা মনিরুজ্জামান বাবুল। কেন্দ্রীয় কমিটির অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক শাহমুখদম নার্সিং কলেজ এর চেয়ারম্যান মনিরুজ্জামান স্বাধীন, সহসভাপতি আকরাম হোসেন, ব্রাইটনপশন নার্সিং ইন্সটিটিউটের এডভোকেট ইয়াহিয়া, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুমিয়া নার্সিং ইন্সটিটিউটের মুরাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পটুয়াখালী ডা. জাফর নার্সিং কলেজের চেয়ারম্যান ডা. এস এম জাফর।
নতুন কমিটির অন্যান্যের মধ্যে নির্বাচিত হন গে¬াবাল নার্সিং কলেজের এমডি খন্দকার রজব আলী শিমুল যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হিসাবে বগুড়া আইডিয়াল নার্সিং কলেজের চেয়ারম্যান সেলিম রেজা, সহ-সভাপতি ব্যাডস নার্সিং বগুড়ার চেয়ারম্যান খলিলুর রহমান ও পাবনা ব্রাইটনেশনের সুলতান মাহমুদ খান ইয়াহিয়া। রুমিয়া নার্সিং ইন্সটিটিউটের কোষাধ্যক্ষ আনতারা ফাহমিদা রিয়া, এছাড়া উপস্থিত ছিলেন মমতা নার্সিং ইন্সটিটিউটের এমডি শবনম মুস্তারী মমি, রাজশাহীর নগর নার্সিং কলেজের অধ্যক্ষ প্রিন্স রায়, প্রভাতি নার্সিং ইন্সটিটিউটের সহিদুল ইসলাম, রেডিয়াম নার্সিং ইন্সটিটিউটের আলমাস আলী, পাবনা আইডিয়ালের পরিচালক জুয়েল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জয়পুরহাটস্থ আমেরিকা বাংলাদেশ নার্সিং ইন্সটিটিউটের দেওয়ান কামরুজ্জামান।