বরিশালে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বরিশাল জেলা প্রশাসন সহযোগিতায়, বিআরটিএ বরিশাল সার্কেল এর আয়োজনে সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি এই স্লোগান নিয়ে বরিশালে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেয়া হয়।
গতকাল বুধবার (২৬ই) ফেব্রুয়ারি সকাল ১০ টায় বরিশাল নগরীর বগুড়া রোডস্ত কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন পরিচালক (অপারেশন) বিআরটিএ সদর কার্যালয় শিতাংশু শেখর বিশ্বাস, উপ-পরিচালক বিআরটিএ বরিশাল মোঃ জিয়াউর রহমান, এসি ট্রাফিক (নর্থ) বিএমপি এফ এম ফাইজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর বিএমপি মো: রফিউল ইসলাম, এডি বিআরটিএ বরিশাল সার্কেল মো: আতিকুল আলমসহ বরিশালের ১১০ জন পেশাদার গাড়িচালকরা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।