নিউজ টোয়েন্টিফোরের ৪র্থ বর্ষপূর্তি পালিত

নিউজ টোয়েন্টিফোরের ৪র্থ বর্ষপূর্তি পালিত
বরিশালে কেককাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নিউজ টোয়েন্টিফোরের চতুর্থ বর্ষপূতি পালিত হয়েছে। আজ রোববার (২৮ জুলাই) বেলা ১১ টায় নিউজ টোয়েন্টিফোর বরিশাল কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান এবং কেক কাটেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এবং জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। নিউজ ২৪-এর ব্যুরো প্রধান রাহাত খান এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ইন্ডিপিন্ডেড টেলিভিশন ও নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান ও দৈনিক মতবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক মুরাদ আহেমেদের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এবং দৈনিক ভোরের আলো। এ সময় অন্যান্যের মধ্যে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রস ক্লাবের সাবেক সভাপতি এস.এম ইকবাল, বর্তমান সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, দৈনিক ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরণ, সাংবাদিক গোপাল সরকার, সসময় টেলিভিশনের ব্যুরো প্রধান ফিরদাউস সোহাগ, চ্যানেল ২৪-এর প্রাচুর্য রানা, নিউজ চ্যানেল ডিবিসির ব্যুরো প্রধান অপূর্ব অপুসহ অন্যান্য গণমাধ্যম কর্মী ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে নিউজ টোয়েন্টিফোর-এর বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউজ টোয়েন্টিফোর বর্তমান সময়ে মিডিয়া জগতে সারাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারের পাশাপাশি বরিশালের কৃষি, সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটনসহ নানামূখী উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার চেষ্টা করছে। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন।