নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকায় মেহেন্দিগঞ্জের দুই ইউনিয়নের নির্বাচন স্থগিত

নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকায় মেহেন্দিগঞ্জের দুই ইউনিয়নের নির্বাচন স্থগিত

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (১৩ জুন) বিকেলে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ও পদ্ধতিগত কার্যক্রম গ্রহণের জন্য বলা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুন্নবী। তিনি জানান, নির্বাচন কমিশন থেকে পাঠানো নির্দেশনা আমরা পেয়েছি। ওই আদেশে উল্লেখ করা হয়েছে, বিদ্যানন্দপুর ও আন্ধারমানিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করার সুষ্ঠ পরিবেশ না থাকায় স্থগিত করা হয়েছে। 

কবে এই দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানানো হবে বলে নির্বাচন কমিশনের বরাত দিয়ে জানান ইউএনও।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আগামী ১৫ জুন এই দুটি ইউনিয়নসহ উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুটি ইউনিয়নে নির্বাচন স্থগিত করায় বাকি ৪টি ইউনিয়নে পূর্ব নির্ধারিত সময়েই ভোটগ্রহণ সম্পন্ন হবে।