পটুয়াখালী জেলা আ. লীগ সভাপতি কাজী আলমগীরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন একই জেলার দশমিনা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি এম.এ বাশার ডাবলু।
সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন ডাবলু।
তিনি বলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেন কুচক্রি মহলের সঙ্গে আতাত করে দশমিনা উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছেন। নতুন কমিটিতে তিনি (ডাবলু)সহ দুঃসময়ের ১৯ জন নেতাকে বাদ দেয়া হয়েছে। তিনি অধিকতর যাচাই-বাছাই করে দশমিনা উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি পুনবিন্যাসের দাবি জানান।
অবিলম্বে এই দাবি আদায় না হলে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করার কথা বলেন তিনি। এই আবেদনের পর ২ দিন অপেক্ষা করে আওয়ামী লীগ সভাপতির কাছে একই আবেদন করবেন তিনি। এতেও প্রতিকার না পেলে এই দাবি নিয়ে প্রচলিত আইন অনুযায়ী আদালতের স্মরণাপন্ন হওয়ার কথা বলেন একই জেলার দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এম.এ বাশার ডাবলু।
গত ২৮ সেপ্টেম্বর দশমিনা উপজেলা আওয়ামী লীগের ৭০ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় পটুয়াখালী জেলা আওয়ামী। ওই কমিটিতে প্রত্যাশিত পদ না পেয়ে জেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন ডাবলু।