পটুয়াখালী জেলা মহিলা শ্রমিকলীগ জেলা প্রশাসনকে সুরক্ষা সামগ্রি দিয়েছে

পটুয়াখালী জেলার সর্বক্ষনিক মানুষের পাশে সেবার দেওয়ারজন্য অভিভাবকের দ্বায়িত্বে নিয়োজিত থাকেন সেই প্রশাসনের দ্বায়িত্বে থাকা ও করোনাকালীন মানুষকে ঘরবন্দি ও বিভিন্ন সেবাদিতে জেলা প্রশাসন ঝুকি নিয়ে কাজ করে তাদের স্বাস্থ্য সেবা সুুরক্ষা ধরে রাখতে এবং জেলাবাসীকে সবধরনের সেবাদিতে এগিয়ে নিতে পারে এই জন্য পৌছে দিচ্ছে জেলামহিলা শ্রমিকলীগ ও জহির-মেহেরুন নেছা নার্সিং কলেজের উদ্যোগে বিশেষ চশমা এবং সুরক্ষা উপকরন দেওয়া হয়।
করোনাভাইরাস কোভিড - ১৯ সংক্রমনের প্রভাব প্রতিরোধে ও মোকাবেলায় সুরক্ষা উপকরন পিপিই ও চশমা বিভিন্ন উপকরন সহতাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে তাই তাদের পিপিই সুরক্ষা উপকরন নিয়ে এগিয়ে এসেছে পটুয়াখালী জেলামহিলা শ্রমিকলীগ ওজহির-মেহেরুন নেছানার্সিং কলেজ।
১৪ মে বৃহস্পতিবার দুপুর২টায় জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতিজহির মেহেরুন নেছানার্সিং কলেজ পটুয়াখালী চেয়ারম্যান মেহেরুন নেছাও ডিডাব্লুএফসায়েন্স এন্ড মেডিকেল টেকনোলজিইনসিইটউট এর ধ্যক্ষপ্রফেসর মোঃজহিরুল ইসলাম এর উদ্যোগে পটুয়াখালী জেলাপ্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও অতিরিক্ত জেলাপ্রশাসক মোঃ হেমায়েত উদ্দিনসহ কর্মকর্তাদের মাঝে পিপিই তুলে দেন ।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক উম্মে কুলসুম,পটুয়াখালী জেলার সুজনের দপ্তর সম্পাদক মো: কাওসার হোসেন।করোনার প্রভাবমুক্ত রাখতে মানুষকে ঘরবন্দী থাকতে এমন মহতি উদ্যোগ। করোনাকালে মানুষ যেন ঘরবন্দী থাকতে পারে এজন্য এমন উদ্যোগ নিয়েছে । নিজেরা করোনার ঝুঁকি নিয়েএলাকার মানুষকে করোনার সংক্রমণ থেকে রক্ষায় এমন মহতি উদ্যোগ অন্যদের জন্য হয়ে থাকছে শিক্ষণীয়।