পটুয়াখালীতে অস্থায়ী ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধিঃ নৌ-পথে ঢাকা এবং নারায়নগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তিদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার জন্য পটুয়াখালী লঞ্চঘাটে মেসার্স এ আর খান দোতলা লঞ্চটিকে কোয়ারেন ভাইরাস আপদকালিন অস্থায়ী ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।
১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী সদর লঞ্চঘাটে উপস্থিত হয়ে মেসার্স এ আর খান দোতলা লঞ্চটিকে কোয়ারেন ভাইরাস আপদকালিন সময় অস্থায়ী ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট হিসেবে উদ্বোধন করেন
এ সময় জেলা প্রশাসক মতিউল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যে সব ব্যক্তিরা পটুয়াখালীতে প্রবেশ করবে, তাদেরকে ও তাদের পরিবারকে নিরাপদ রাখতে তথা জেলার মানুষকে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন থেকে নিরাপদ রাখতে এই লঞ্চে তাদের ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করার ব্যবস্থা নিতে হয়েছে। এ কোয়ারেন্টাইন ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগ, বিআইডব্লিটিএ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা থাকবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মোনায়েম সাদ, নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।