পটুয়াখালীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

পটুয়াখালীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

পটুয়াখালীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত। 

শনিবার ১১ ফেব্রুয়ারী সকাল ১০ টায়  নিউমার্কেট  চত্বরে পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ জালাল খানের সভাপতিত্বে  ও সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এড. তারিকুজ্জামান মনির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য  রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক এড. মো. হারুন অর রশিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন বিএনপি জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য পুনরায় দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দেশে কোন শক্তি নৈরাজ্য, সন্ত্রাস করে জনগনের মাঝে অশান্তি সৃষ্টি করতে নাপারে তারজন্য সকল স্তরের নেতা- কর্মীদেরকে জনগনকে সাথে নিয়ে সতর্ক থাকার কথা বলেন। বিকাল ৩ টায়  সরকারের উন্নয়ন  জনগনের কাছে তুলে ধরার জন্য ইউনিয়নে ইউনিয়নে আওয়ামীলীগের শান্তি সমাবেশ করার কর্মসূচী ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।