বরিশালে সরকারিভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত

বরিশালে বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ১১ফেব্রুয়ারি সকাল ১১ টায় বরিশালে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব বোয়েসেল ড. মল্লিক আনোয়ার হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অধ্যক্ষ বরিশাল কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র গোলাম কবির, অধ্যক্ষ, অধ্যক্ষ, বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ আহমেদ আল ইমরানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
অতিথিরা বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়।