পটুয়াখালীতে এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে ঈদ পোষাক ও অর্থ প্রদান

প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও চলমান করোনাকালীন সহায়তা হিসেবে এতিম ও দুঃস্থ হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পোষাক (পাজামা- পাঞ্জাবী) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় সদর উপজেলার আউলিয়াপুর মোল্লা স্ট্যান্ড সংলগ্ন মসজিদে নূরে-মদিনা কমপ্লেক্সের শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।
মসজিদে নূরে-মদিনা কমপ্লেক্সের অফিস কক্ষে কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে পোষাক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের সাধারন সম্পাদক ও পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি এবং মসজিদ কমপ্লেক্সের প্রধান উপদেষ্ঠা এডভোকেট মো. সোহরাব হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদে নূরে-মদিনা কমপ্লেক্সের সাধারন সম্পাদক ডা. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রতিষ্ঠানের বাছাইকৃত এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে পাজামা-পাঞ্জাবীর কাপড় ও তৈরির মজুরি হিসেবে নগদ ৬০০ টাকা হারে বিতরণ করা হয়। ট্রাস্ট সূত্র জানায়, চলতি বছর আরও কয়েকটি প্রতিষ্ঠানের এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে অনুরূপ পোষাক ও নগদ অর্থ বিতরন করা হবে।