পটুয়াখালীতে বৃদ্ধাশ্রমে ঈদ উপহার বিতরণ

পটুয়াখালীতে বৃদ্ধাশ্রমে ঈদ উপহার বিতরণ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার প্রস্তুতি নিচ্ছে অসংখ্য মানুষ। বাবা-মা, ভাইবোন, স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ উদযাপন করবেন সবাই। কিন্তু বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের ঈদ উদযাপনের প্রস্তুতিটা একটু ভিন্ন রকম। তাদের কাছে ঈদ মানে যেন এক বুক দীর্ঘশ্বাস। আর দশটি দিনের চেয়ে ঈদের দিনটি তাদের জন্য খুবই কষ্টের, প্রতীক্ষার। ঈদ যত ঘনিয়ে আসে বুকে পাথর চেপে, প্রিয়জনের অপেক্ষায় প্রতিদিনই পথের দিকে চেয়ে থাকেন তাঁরা। কারও প্রিয়জন আসে, কারও দীর্ঘশ্বাস দীর্ঘ হতে থাকে। 

১০  মে সোমবার বেলা ১১টায় বৃদ্ধাশ্রম পরিদর্শন ও ঈদ উপহার বিতরণ। পটুয়াখালী ব্রীজ সংলগ্ন দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের  হাতে প্রত্যেকের নিজ নিজ মাপে সেলাই করা পোশাক ঈদ উপহার হিসেবে তুলে দিয়েছেন এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী  । 

এ সময় আরও উপস্থিত ছিলেন  লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটুয়াখালী সদর; বৃদ্ধাশ্রমটির উদ্যোক্তা  অ্যাড. জাকির হোসেন; সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।