পটুয়াখালীতে হিন্দু -বৌদ্ধ - খ্রীস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ

পটুয়াখালীতে সাম্প্রতি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা, পিরোজপুরের মঠবাড়িয়া মাতুয়া সম্মেলনে হামলা, পটুয়াখালীর মির্জাগঞ্জের উপজেলার ৬ নং উত্তর মজিদবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণ কান্ত হালদারের বাড়িঘরে হামলা এবং জমির ধান লুটসহ সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক হামলা হুমকী, দেব-দেবীর বিগ্রহ ভাংচুর ও ধর্ম অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ।
শনিবার ১১ ফেব্রুয়ারী বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভপতি সভাপতি অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উত্তম কুমার দাসের পরিচালবায় মানববন্ধনে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
অন্যসন্যের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় পরিষদের সদস্য এড.তারক চন্দ্র সাহা, জেলা সভাপতি মন্ডলীর সভাপতি তপন কর্মকার, মংথান তালুকদার, সাংগঠনিক সম্পাদক এড. শুভ্রত শীল, সদর উপজেলা শাখার স্বপন কুমার চক্রবর্তী, জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি এড. বিভা রানী সাহা, পৌর শাখার সাধারন সম্পাদক রঞ্জন কর্মকার, শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক গৌতম কুমার দাস প্রমুখ।