বরিশালে বিভিন্ন ইউনিয়নে বিএনপির পদযাত্রা

বরিশালে বিভিন্ন ইউনিয়নে বিএনপির পদযাত্রা

গ্যাস,বিদ্যুৎ,ডাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র পূর্ণউদ্ধার ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং খারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সকল রাজবন্দীর মুক্তি সহ ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষে বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি পদযাত্রা,লিফলেট বিতরন ও পথসখা করেছে।

শনিবার (১১) ফেব্রয়ারী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সদর উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন একর্মসূচি পালন করে।

সকাল ১০ বরিশাল সদর উপজেলার চড়বাড়িয় ইউনিয়নের বিভিন্ন এলাকায় পদযাত্রা ও পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড.মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাড,বিলকিস জাহান শিরিন,সদর উপজেলা বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম,যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম সাবু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় তারা সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের কাগাশুরা,ঝড়ঝড়িয়া তলা, লাকুটিয়ার বিভিন্ন স্থানে এপদযাত্রা কর্মসূচি পালন করে।

অপরদিকে সকাল সাড়ে ১০টায় বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও জেলা বিএনপি সদস্য এ্যাড, শহিদ হোসেন ও বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলুর নেতৃত্বে সদর উপজেলা কড়াপুর ইউনিয়নের বিভিন্নস্থানে পদযাত্রা,লিফলেট বিতরন ও পথসভা  করে।

কড়াপুর ইউনিয়নের ইউপি সদস্য ও যুবদল সাবেক সভাপতি হাবিবুর রহমান মিন্টু মেম্বারের সভাপতিত্বে পদযাত্রায় বক্তব্য রাখেন এ্যাড, শহিদ হোসেন,এ্যাড,হাফিজ আহমেদ বাবলু।

এখানে আরো উপস্থিত ছিলেন, থানা সদস্য এ্যাড, খায়রুল বাসার,ফিরোজ আজাদী, মহানগর বিএনপি নেতা এ্যাড,তছলিম উদ্দিন,মোঃ রফিকুল ইসলাম,জেলা শ্রমিকদল নেতা আফজাল হোসেন,জেলা যুবদল যুগ্ম সম্পাদক উলফৎ হোসেন রানা,মশিউল আলম পলাশ,জেলা বিএনপি সদস্য নুরুল আলম খোকা সহ বিভিন্ন ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।