পটুয়াখালীতে ১৭ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

পটুয়াখালীতে ১৭ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দিপনা শান্তিপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সোমবার ২০ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় পটুয়াখালী আবুল কাসেম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন নিখিল।
বেলা সোয়া ১২টায় প্রধান অতিথি সম্মেলন স্থলে পৌছলে হাজার হাজার নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন জানান। 

এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরুকরেন প্রধান অতিথি। জেলা যুবলীগের আহবায়ক আরিফুজ্জামান রনির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এমপি, মো. মহিব্বুর রহমান এমপি, এস.এম শাহজাদা এমপি, কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন মিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

২০০৫ সালের ৭ জুলাই জেলা আওয়ামী যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।