পদ্মা নদীর ২৮ কেজি পাঙ্গাস ৩৮ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২৮ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
পরে মাছটি স্থানীয় আড়তে তোলা হলেও ব্যবসায়ী মো. চান্দু ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে প্রায় ৩৮ হাজার টাকায় কিনে নেন।
পদ্মা নদীর জেলে গুরু হালদার বলেন, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জাল পেতেছিলেন। সোমবার ভোরের দিকে মাছটি ধরা পড়ে।
তিনি জানান, মাছটির ওজন ২৮ কেজি। দৌলতদিয়া ঘাটের বাজারে নাটো মোল্লার আড়তে নিয়ে গেলে মো. চান্দু ৩৭ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন।
গুরু হালদার দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে মাছ ধরেন। এর আগে এত বড় মাছ আর পাননি বলেও জানান তিনি।
মাছ ব্যবসায়ী মো. চান্দু বলেন, দৌলতদিয়া ঘাট দিয়ে যাতায়াতকারী অনেক মানুষকে তিনি মাছ দেন। এখন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে কিছু লাভ পেলেই মাছটি বিক্রি করা হবে।
বিশাল আকৃতির এই মাছটি দেখার জন্য সকাল বেলায় আড়তে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।