পদ্মার ইলিশের উপর নির্ভরতা কমাতে হবে

পদ্মার ইলিশের উপর নির্ভরতা কমাতে হবে

প্রতি বছর ইলিশের মৌসুমে বাংলাদেশের মুখ চেয়ে থাকতে হয় পশ্চিমবঙ্গকে। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশের ট্রাক পশ্চিমবঙ্গে ঢোকামাত্র যেন সেখানকার বাঙালিদের রসনাতৃপ্তির ষোলোকলা পূর্ণ হয়। তবে এবার বাংলাদেশের উপর ইলিশ নির্ভরতা কমাতে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বিধানসভায় মমতা জানান, পশ্চিমবঙ্গেও ইলিশ উৎপাদন হচ্ছে। ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে গবেষণা কেন্দ্র করা হয়েছে। সেখানে প্রতিনিয়ত ইলিশের গতিবিধি নিয়ে গবেষণা চলছে। মমতার দাবি, আমাদের ওপারের ইলিশের উপর আর নির্ভর করতে হবে না।

এদিকে ইলিশের অধিকমূল্যের কারণে পশ্চিমবঙ্গের বাজারে অহরহ বিক্রি হয় জাটকা ইলিশ। কিন্তু জাটকা ইলিশ ধরার ফলে ইলিশের বংশবৃদ্ধি ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে বলে মনে করেন মৎস্যবিজ্ঞানীরা। ইতিমধ্যেই জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ করেছেন সরকার। কিন্তু বাজারের ছবিতে সে কথার সমর্থন মেলে না।

এই পরিস্থিতিতে বিধানসভায় মমতা বলেন, কেবল আইন করে জাটকা ইলিশ ধরা বন্ধ করা যাবে না। মানুষকে সচেতন করতে হবে। বস্তুত, মাছ নিয়ে গবেষণা করেন, এমন বিশেষজ্ঞদের একটি অংশও তেমনই মনে করেন। মানুষকে যদি বোঝানো যায়, জাটকা ইলিশ মারলে আদতে ইলিশের বংশবৃদ্ধিই ক্ষতির মুখে পড়ে, তা হলেই একমাত্র এই সমস্যার সমাধান হবে। আইন করে নয়।

মমতা আরও বলেন, আমাদের অনেক জলাশয় রয়েছে, যেগুলো মৎস্যচাষ করার যোগ্যয়। এ জন্য স্বনির্ভর গোষ্ঠী বা পাড়ার ক্লাবগুলোকে দায়িত্ব দেয়ার নির্দেশ দেন মৎস্যমন্ত্রীকে। তাতে কর্মসংস্থানের পাশাপাশি বাজারে মাছের জোগানও বাড়ানো সম্ভব হবে।

সূত্র: আনন্দবাজার