পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে বাবুগঞ্জ থানা পুলিশের আনন্দ র্যালী

"আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মাসেতু" এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বাবুগঞ্জ থানার উদ্যোগে আনন্দ র্যালী বের করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমানের নেতৃত্বে থানা চত্বর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে ওই র্যালী বের করা হয়। র্যালীটি বাবুগঞ্জের থনা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাবুগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুণ, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, বাবুগঞ্জ থানার এস আই মোঃ আজাদ হোসেন, মোঃ আওলাদ হোসেন, মো জহিরুল ইসলাম, পি এস আই মোঃ জাহাঙ্গীর আলম, এ এস আই মোঃ কবির হোসেন, জসিম উদ্দিন সিকদার সহ থানার সকল সদস্য এবং বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। এসময় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্লোগান দেওয়া হয়।