পবিপ্রবি’তে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যালী এবং আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ফিতা কেটে বর্নাঢ্য র্যালীর উদ্বোধন করেন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে গ্রন্থাগারিক পঙ্কজ কুমারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।