পরিসংখ্যান ব্যুরোতে ৭১৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

পরিসংখ্যান ব্যুরোতে ৭১৫ জনের  নিয়োগ বিজ্ঞপ্তি


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২১টি পদে মোট ৭১৫ জনকে নিয়োগ দেবে।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র নক্সাবিদ- ০৮টি, পরিসংখ্যান সহকারী- ১৩১টি, জুনিয়র পরিসংখ্যান সহকারী- ১৪২টি, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর- ০১টি, নক্সাবিদ- ১২টি, ইনুমারেটর- ০৫টি, এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিসটেন্ট- ২২টি, হিসাব রক্ষক- ১৩টি, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ০৯টি, কম্পোজিটর- ০৪টি, জুনিয়র নক্সাবিদ- ১৩টি, ইলেকট্রিশিয়ান- ০৩টি, ডুয়েল ডাটা অপারেটর- ১৪টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ১৫টি, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর- ২৬টি, গাড়ি চালক- ০৪টি, সহকারী স্টোর কিপার- ০১টি, মেশিনম্যান- ০১টি, প্রুফ ম্যান- ০১টি,  চেইনম্যান- ২৩৪ টি, অফিস সহায়ক- ৫৬টি।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bbs.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ১৬ জুলাই ২০২০ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন