পশ্চিমবঙ্গে আইপিটিএ সম্মেলন উদ্বোধন করলেন উদীচী সভাপতি বদিউর রহমান

পশ্চিমবঙ্গে আইপিটিএ সম্মেলন উদ্বোধন করলেন উদীচী সভাপতি বদিউর রহমান

ভারতীয় প্রগতি সংস্কৃতি চর্চা ও বিকাশের ঐতিহ্যবাহী সংগঠন গণনাট্য সংঘের ৮০ বছর পূর্তি হয়েছে। গত ১ সেপ্টেম্বর ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গের ষোড়শ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান। 

পশ্চিম বঙ্গের মোহিত মৈত্র মঞ্চে ৩দিনব্যাপী অনুষ্ঠিত হয় ওই সম্মেলন। সম্মেল উদ্বোধন করতে বদিউর রহমান বাংলাদেশ থেকে গণনাট্য সংঘের আমন্ত্রণে অতিথি হয়ে গত ৩০ আগস্ট পশ্চিম বঙ্গে যান।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বৈষম্যমূলক সংস্কৃতির বিরুদ্ধে গণনাট্য সংঘ প্রতিষ্ঠাকালীন সময় থেকে কাজ করে আসছে। গণনাট্য সংঘের সৃজনশীল সংগ্রাম মূলত প্রগতিশলী সাংস্কৃতিক সংগঠন সমূহের বৃহত্তর মঞ্চ গড়ে তোলার উদ্দেশ্য। গণনাট্য সংঘ বিশ^াস করে বাংলাদেশে উদীচী শিল্পীগোষ্ঠীও একই আদর্শ ও উদ্দেশ্য নিয়ে সাংস্কৃতিক সংগ্রাম অব্যাহত রেখে চলেছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এবং গণনাট্য সংঘ এই উপমহাদেশে এক নুতন অধ্যায়ের সূচনা ঘটাতে পারে।