বরিশালে মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বরিশালে মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বরিশালে মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার দুপুরে নগরীর জগদীশ সারস্বত মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ভানু লাল দে, সুরঞ্জিৎ দত্ত লিটু প্রমূখ।

সম্মেলনের প্রথম অধিবেশনে আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু। পরে নতুন কমিটি ঘোষণা করা হয় দ্বিতীয় অধিবেশনে।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে তমাল মালাকারকে সভাপতি ও চঞ্চল দাস পাপ্পাকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি মহানগর পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা করা হয়।