পাটকল চালুসহ ১০ দফা দাবিতে বরিশালে ইউনাইটেড কমিউনিস্ট লীগ

পাটকল চালুসহ ১০ দফা দাবিতে বরিশালে ইউনাইটেড কমিউনিস্ট লীগ

পাটকল চালু করার মাধ্যমে আধুনিকায়ন করন এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ ১০ দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ। 

বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা ইউনাইটেড কমিউনিষ্ট লীগের সাধারন সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলের সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আব্দুস ছত্তার, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. মোহাম্মদ হারুন অর রশিদ, জেলা কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, মোজাম্মেল হোসেন খান ও জাফর আহমেদ তালুকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাড়া বিশ্বে পাটের চাহিদা বেড়ে চলছে। আমাদের সরকার ভারতের স্বার্থ রক্ষায় দেশের ২৫টি পাটকল বন্ধ করে ৫০ হাজার পাটকল শ্রমিক, ৪০লাখ পাটচাষী সহ পাটকল ও পাট চাষের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত ৪ কোটি মানুষকে ক্ষতিগ্রস্থ করেছে। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ ‘ধর্ষনের প্রতিষ্ঠান’ গড়ে তুলেছে।

সমাবেশ শেষে একই দাবীতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।