পার পায়নি সিটির শহর

উপচে আসা জলের ঢেউ
জুড়ে বসছে ঘরে
বসতবাটি উঠোন জুড়ে
সাঁতার খেলা করে।
বানের এমোন কারফিউ
আর অত্যাচার
টহল দিচ্ছে আবর্জনা
ড্রেনেজ একাকার।
পার পায়নি সিটির শহর
মেয়র গাইছে গান
নদীর দুকূল ভাসছে মানুষ
স্রোতের অভিমান।
পার পায়নি সিটির শহর
হেনরী স্বপন
বরিশাল । ২১ আগস্ট ২০২০