বরিশালে জেলের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন এমপি পংকজ নাথ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত ১ হাজার জেলের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশী জেলেরা।
শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর, লতা ও আন্দারমানিক ইউনিয়নে পৃথক ৩টি আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ওই উপহার তুলে দেওয়া হয়।
১ হাজার জেলে পরিবারের প্রত্যেককে ৮০ কেজি করে চাল বিতরন করা হয়। প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশী হয়েছেন জেলেরা।
এ সময় পংকজ নাথ এমপি বলেন, করোনাকালে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতদিন শেখ হাসিনার হাতে দেশ থাকবে, ততোদিন নিরাপদ থাকবে বাংলাদেশ। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন পংকজ নাথ।
সহায়তা প্রদানকালে মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, কাজীরহাট থানার ওসি মো. সাজ্জাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।