পিরোজপুরে যুবকের মরদেহ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মো. নাঈম বেপারী (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তার মরদেহটি তার বাড়ি কাছে একটি জঙ্গলে পাওয়া যায়। তিনি ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের মো. রুহুল আমীন বেপারীর ছেলে।
জানা যায়, শনিবার সকালে স্থানীয়রা যাওয়ার সময় মাঠের পাশের একটি জঙ্গলে ওই যুবকের মরদেহটি দেখতে পান। পরে ওই যুবকের মা মুকুল বেগম মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন। ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু বলেন, ওই যুবকের মরদেহ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। স্থানীয় পশারিবুনিয়া বাজারে ওই যুবকের মুদি ও ইলেকট্রোনিক্সের দোকান রয়েছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
পিআর/বিপি