পুকুরে সাঁতার কেটে ঈদ উদযাপন মওদুদের

পুকুরে সাঁতার কেটে ঈদ উদযাপন মওদুদের
ঈদের তৃতীয় দিনে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুকুরে সাঁতার কেটে ঈদ উদযাপন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্রামের বাড়িতে গিয়ে দলীয় নেতা-কর্মীদের সাঁতার কাটেন বিএনপির এ নেতা। এ সময় বিএনপির এ নেতা দলীয় নেতা-কর্মীদের নিয়মিত সাঁতার কাটার ও ব্যায়াম করার পরামর্শ দেন। পরে নেতা-কর্মীদের নিয়ে তিনি আড্ডা দেন। কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত সাংবাদিকদের জানান, দলীয় নেতা-কর্মীদের নিয়ে নিজ বাড়ির পুকুরে সাঁতার কেটে ঈদ আনন্দ উদযাপন করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ।