পঞ্চগড়ে এক প্রেমিকাকে বাসায় ডেকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিক আরমান আলী সজিব (৩০) এবং তার পরিবারের সদস্যরা ওই তরুণীকে শনিবার সকালে রাস্তায় ফেলে মারধর করে। ঘটনাটি ঘটেছে জেলার তেঁতুলিয়া উপজেলার উওর বালাবাড়ি গ্রামে। রক্তাক্ত অবস্থায় প্রায় তিন ঘণ্টা প্রেমিকের বাসার সামনে অচেতন অবস্থায় মাটিতে পড়েছিলেন ওই তরুণী। খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। প্রেমিক সজিব উত্তর বালাবড়ি গ্রামের আব্বাস আলীর ছেলে।
প্রেমিকা সাংবাদিকদের জানান, গত চার বছর ধরে সজিবের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রলোভনে বিভিন্ন সময়ে তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে সজিব। গত মাসের ১২ তারিখে সজিবের কথায় গাইনি সেবা নিয়ে সন্তান নষ্ট করেন তিনি। পরে সজিব তাকে বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা বলে। সেই কথা অনুযায়ী শনিবার সজিবের বাড়িতে যায় ওই তরুণী। কিন্তু সজিবের বাসায় ঢুকে বিয়ের কথা বলতেই তার বড় ভাই পারভেজ, বাবা, মা, বোনসহ পুরো পরিবার তার ওপর হামলা করে।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা জানা, আমি খবর পেয়ে ঐ গ্রামে গিয়ে দেখি মেয়েটি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। তার গোটা শরীরে আঘাত করা হয়েছে। পরে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।