পুরনোদের নিয়েই আওয়ামী লীগের নতুন কমিটি

পুরনোদের নিয়েই আওয়ামী লীগের নতুন কমিটি

আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর। সম্মেলন থেকেই দলের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। তবে এবার নেতৃত্বে তেমন কোন পরিবর্তন হচ্ছে না বলে আভাস দিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় পখিরার পীর মরহুম ছগির মাহমুদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে নতুন কমিটি ঘোষণা করবেন। যোগ্যতার প্রমাণ দেখানোয় আবারও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের আসতে পারেন।

শাজাহান খান বলেন, প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী একটানা ১৪ বছর ক্ষমতায় রয়েছে। দক্ষিণাঞ্চলে পদ্মা সেতুসহ সারা দেশের উন্নয়ন দেখে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, নতুন কমিটির দায়িত্বই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য দলের সাংগঠনিক শক্তি গড়ে তোলা।