পুলিশের বিশেষ অভিযানে ১৫ দিনে গ্রেপ্তার ২৪ হাজার
পুলিশের ১৫ দিনের বিশেষ অভিযানে মোট ২৩ হাজার ৯৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তাদের মধ্যে পরোয়ানাভুক্ত ১৫ হাজার ৯৬৮ জন আসামি। আর অভিযান চলাকালে ৫ হাজার ১৩২টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ৮ হাজার জনকে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত দেশব্যাপী ৩৩ হাজার ৪২৯টি অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তালিকাভুক্ত জঙ্গি ও সন্ত্রাসী রয়েছে ৭২ জন।
এ ছাড়া, অভিযানে ২৪টি আগ্নেয়াস্ত্র, ২ লাখ ইয়াবা, ৮ কেজি ৬ গ্রাম হেরোইন ও ৫ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।
এর আগে, বিজয় দিবস, বড়দিন, খ্রিষ্টীয় বর্ষবরণ উদযাপন নিরাপদ-নির্বিঘ্ন করতে এবং দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালায় পুলিশ।
তবে বিএনপি বলছে, তাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করতেই পুলিশের এই বিশেষ অভিযান। এর অংশ হিসেবে ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশপথগুলোয় তল্লাশিচৌকি বসানো হয়েছিল। যা সমাবেশের পর তুলে নেওয়া হয়।
যদিও পুলিশ সদর দপ্তরের মুখপাত্র মো. মনজুর রহমান বলছেন, আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য যতটুকু দরকার, পুলিশ ততটুকুই করছে।
বিশেষ অভিযানের সফলতা কতটুকু এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি দমনে পুলিশের বিশেষায়িত ইউনিট জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। বিশেষ অভিযান নিয়মিত অভিযানেরই অংশ।