প্যাসেঞ্জার হিসেবে জাতীয় দলে থাকতে চাই না

প্যাসেঞ্জার হিসেবে জাতীয় দলে থাকতে চাই না

আফগানিস্তান সিরিজে নিজের পারফরমেন্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন সাকিব আল হাসান। তার কাছে মনে হয়েছে, দলে তিনি ছিলেন ‘প্যাসেঞ্জার’ হিসেবে। আর ‘প্যাসেঞ্জার’ হিসেবে জাতীয় দলে খেলা চালিয়ে যেতে চান না এই অলরাউন্ডার। আপাতত বিরতি নিতে চান জাতীয় দল থেকে।

রবিবার রাতে আরব আমিরাত যাওয়ার আগে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন সাকিব।

তিনি বলেছেন, ‘আমি যেটা মনে করি, আমার নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, মানুষ যে ধরনের পারফরম্যান্স প্রত্যাশা করে, সেটা যদি আমি করতে না পারি, সেখানে প্যাসেঞ্জার হয়ে থাকাটা খুবই দুঃখজনক হবে। টিমমেটদের সঙ্গে চিট করার মতো ব্যাপার হবে বলে আমি মনে করি।