প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

নভেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুকে তাকেইয়ের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি।
সফরের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরে দ্বিপক্ষীয় বেশ কিছু চুক্তি ও সমঝোতার ব্যাপারে এখনো সুরাহা হয়নি। আলোচনা চলছে।
জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুকে তাকেই বলেন, অন্য কোনও নতুন তারিখে সফরটি হবে। দুই দেশ এটা নিয়ে কাজ করছে।
এর আগে, গত মাসের ২৭ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, নভেম্বরের শেষে জাপানে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেছিলেন, সফরটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে। দুই দেশ এখন সফর নিয়ে কাজ করছে।