ফরিদপুর-২ উপনির্বাচনে সাজেদাপুত্রের জয়

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাজেদাপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী।
গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর আজ এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ আসনে ইভিএমে ভোট নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল।
এ নির্বাচনে শাহদাব আকবর লাবু চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন খেলাফত আন্দোলন প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া (বট গাছ)।