ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামী ১২ নভেম্বর

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামী ১২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ওই সমাবেশ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে যে কোনো মূল্যে সফল করার উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি।
শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন বলেন, যে কোনো মূল্যে লক্ষাধিক লোকের উপস্থিতিতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই মহাসমাবেশের জন্য ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ, ফরিদপুর জিলা স্কুল মাঠ, অম্বিকা ময়দান ও জনতা ব্যাংকের মোড় চাওয়া হবে। এ ব্যাপারে ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে। প্রস্তুতি সভায় যে কোনো পরিস্থিতিতে এবং যতই বাধাবি-পত্তি আসুক না কেন, সফল করার প্রত্যয় ঘোষণা করেছে জেলা বিএনপি।
এ কে কিবরিয়া স্বপন আরও বলেন, এ গণসমাবেশ সফল করার জন্য বিভাগের অধীনে গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুরের সব জেলার লোক অংশ নেবেন। ফরিদপুরের নয়টি উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে প্রতিদিন দুটি করে উপজেলায় সভা করে উপজেলা পর্যায়ের কার্যক্রম শেষ করা হবে।