ফুলেল শুভেচ্ছায় সিক্ত খোকন

ফুলেল শুভেচ্ছায় সিক্ত খোকন

বরিশাল সিটি করপোরেশনের নতুন নগরপিতা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নগরবাসীর উদ্দেশ্যে বলেন, জনসাধারণ বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছেন। বাঁধা বিপত্তি উপেক্ষা করে তারা আমাকে গ্রহণ করেছেন, এজন্য আমি চিরকৃতজ্ঞ। সর্বস্তরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করবো। আমার ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নগরবাসীর স্বপ্ন পূরণ করবো। তারা আমাকে বিশ্বাস করেছে, সেই বিশ্বাস আমি রক্ষা করবো। 

মঙ্গলবার (১৩ জুন) বেলা ১২টার নিউ সার্কুলার রোডের বাসায় তিনি নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় নেতাকর্মীরা বাধ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে উৎসব করেন। পরে নবনির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান সর্বস্তরের নেতাকর্মীরা। পরে সেখান থেকে নৌকার নির্বাচনী প্রধান কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত করেন মেয়র খোকন। 

এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মুখপাত্র আমির হোসেন আমু এমপি খোকন সেরনিয়াবাতের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

পরে নৌকার নির্বাচনী প্রধান কার্যালয়ে নতুন মেয়র খোকন সেরনিয়াবাত ও তার সহধর্মীনি লুনা আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাড.বলরাম পোদ্দার, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, কেবিএস আহম্মেদ কবির, এ্যাড. লস্কর নুরুল হক, এ্যাড. আনিচ উদ্দিন সহিদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ শাহাব, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, মহানগর যুবলীগের আহবায়ক নিজাম উদ্দিন ও যুগ্ম আহবায়ক নব নির্বাচিত কাউন্সিলর শাহিন সিকদার ও নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন।