বরিশালে আসন্ন বন্যা পরিস্থিতি নিয়ে আগাম প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। গত বুধবার রাতে জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন সহ বিভিন্ন সরকারী দপ্তরের পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, বরিশালে নদীর পানি এখনও বিপদ সীমার নিচে রয়েছে। তবে যে কোন সময় নদ-নদীর পানি বেড়ে যেতে পারে। তাই সকলকে সতর্ক থাকা সহ বন্যাকালীন সময়ের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহনের জন্য অনুরোধ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।