ববি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের মামলা

ববি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের মামলা

মঙ্গলবার মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় মামলা করেছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার মধ্যরাতে বর্বোরচিত হামলার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন। 

প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আহ্বান জানায়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের স্থিতিবস্থা বজায় রাখতে বরিশালবাসীসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানায়।