বরিশালে জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদ’র মৃত্যুবার্ষিকী পালিত

বরিশাল মহাশ্বশ্মান, ঝালকাঠি, বরগুনা ও ঢাকা জেলা জজ কোর্টে ঝালকাঠি জেলায় কর্মরত সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদ’র মৃত্যু বার্ষিকী পালিত। এছাড়াও বরগুনা জেলা জজ কোর্ট ভবনের এক স্মরন সভার আয়োজন করা হয়।
আজ ১৪ নভেম্বর ২০০৫ সালের এই দিনে নিষিদ্ধ ঘোষিত জেএমবির আত্মঘাতি বোমা হামলায় নির্মম ভাবে হত্যা করা হয় সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদ কে।
এ উপলক্ষ্যে নিহত জগন্নাথ পাড়ের সমাধী বরিশাল মহাশ্মশানে সকালে বরিশাল জেলা জজ, যুগ্ম জেলা জজ, জুডিশিয়াল ম্যাজিষ্টেট সহ পরিবারের সদস্যবৃন্দ সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদন করেন।
ঝালকাঠিতে সকাল ৯টায় আত্মঘাতী বিস্ফোরনের স্থানে ঝালকাঠি জেলা দায়রা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জুডিশিয়াল ম্যাজিষ্টটবৃন্দ সহ ঝালকাঠি বার কাউন্সিলের সভাপতি, বার কাউন্সিলের সদস্য, সাংবাদিক ও পরিবারের সদস্যবৃন্দ বিস্ফোরন স্থানে বিচারক দ্বয়ের সংরক্ষিত স্মৃতি স্তম্ভে পুস্পস্থাক অর্পন করেন।
এ সময় ১ মিনিট নিরাবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। পরে জজ কোর্টে শহীদ জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মদ মিলনায়তনে উল্লেখিত সকলের উপস্থিতিতে নিহত দুই বিচারকদের স্মরনে আলোচনা করা হয়। বিকেলে জগন্নাথ পাড়ের পরিবারের পক্ষ থেকে বরিশাল মহাশ্মশানে পুস্পার্ঘ অর্পন করা হয়।