ববিতে শুরু হচ্ছে ২দিনব্যাপী “বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা-২০২০”

মুজিব জন্মশতবর্ষ উদ্যাপনকে সামনে রেখে বরিশাল বিশ^বিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন “ম্যানেজমেন্ট স্টাডিজ এসোসিয়েশন” এর আয়োজনে আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) দুইদিনব্যাপী ‘বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা-২০২০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মেলার উদ্বোধন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
মেলার আয়োজকরা জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা-২০২০’ মেলায় বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুন উদ্যোক্তারা অংশ নেবেন।
উল্লেখ্য, একই দিনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ তৃতীয় ম্যানেজমেন্ট ডে উদ্যাপন করবে।