বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফেরদৌস (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। যাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোববার দুপুরে বাকেরগঞ্জ উপজেলা সদরের ভিআইপি কলোনি ও সাইফুদ্দিন মার্কেট সংলগ্ন সুবিদখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, নিহত ফেরদৌস তার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে শাখা রাস্তা থেকে সুবিদখালীর প্রধান সড়কে উঠছিলো। এসময় যে কোন কারণে এ আকস্মিক ব্রেক চাপে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে এসময় তার মোটরসাইকেলের আঘাতে আরো ২ পথচারী আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।