বরগুনা কারাগার থেকে মুক্তি পেল ১১ জন

বরগুনা কারাগার থেকে মুক্তি পেল ১১ জন

বরগুনা কারাগার থেকে সরকারের সাধারণ ক্ষমার ঘোষণা অনুযায়ী আজ ১১ জন লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত বন্দী মুক্তি পেয়েছেন।

কারাগার সূত্র থেকে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ২২ জন বন্দীর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়। তাদের মধ্য থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১১ জনকে মুক্তির নির্দেশ দেয়া হয়।

কারাগারের সুপার আনোয়ার হোসেন বলেন, আমাদের খুব আনন্দ লাগছে ১১ জনকে মুক্তি দিতে পেরে। আমরা আশা করেছিলাম ২২ জনই হয়তো মুক্তি পাবেন। রাষ্ট্রপতি ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় ক্ষমতাবলে ১ বছর থেকে ৩ মাসের সাজাপ্রাপ্তরা রয়েছেন।